কোম্পানীগঞ্জে ফের পাল্টাপাল্টি কর্মসূচি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একই দিনে একই স্থানে রিপোটার্স ইউনিটি ও প্রেস ক্লাবের কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি দিয়েছে মহাজন দিঘী যুব ও তরুণ সমাজ।
শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টায় আবদুল কাদের মির্জার নির্দেশে তার অনুসারী কর্তৃক কোম্পানীগঞ্জের সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের, হুমকি ও ফেসবুকে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে সোমবার (১২ এপ্রিল) সকাল ১০টায় বসুরহাট জিরো পয়েন্টে প্রতিবাদী মিছিল ও প্রতিবাদ সভার ঘোষণা দেয় কোম্পানীগঞ্জ রিপোটার্স ইউনিটি ও প্রেস ক্লাব।
অন্যদিকে শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় আবদুল কাদের মির্জার অনুসারী ওয়াসিমের মুক্তি ও সাংবাদিক মুজাক্কির এবং সিএনজিচালক আলাউদ্দিনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে একই সময় একই স্থানে মানববন্ধনের ঘোষণা দেয় মহাজন দিঘী যুব ও তরুণ সমাজ।
কোম্পানীগঞ্জে দুই হত্যাকাণ্ডের রেশ না কাটতেই এই পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঢাকা পোস্টকে বলেন, যারা প্রতিবাদ সভার ঘোষণা দিয়েছেন তাদের নামে একটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। এই অবস্থায় তারা প্রকাশ্যে কোনো সভা করতে পারবেন না। তারপরও দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ার কারণে যেন বিশৃঙ্খলা না ঘটে সেজন্য অতিরিক্ত ও ডিবি পুলিশ মোতায়েন করা আছে।
হাসিব আল আমিন/এসপি