চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করলেন মানিক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, নির্বাচন কমিশনের আইন মেনেই আমি মনোনয়নপত্র উত্তোলন করেছি। জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যেমন আইনের প্রতি শ্রদ্ধাশীল, তেমনি দলের প্রতিটি নেতা-কর্মী ও সমর্থকও আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা প্রতিটি নেতা-কর্মী নির্বাচনী আইন মেনে চলব।
তিনি আরও বলেন, আজ বিজয়ের দিন, একটি ভালো দিন। আমাদের জন্য এটি একটি সৌভাগ্যের দিন। চাঁদপুরে আমার দলের পাঁচটি আসনের মধ্যে আজ প্রথম আমিই মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমি মনে করি, বিজয়ের এই দিনটি স্মরণ করে আগামী দিনে আইন অনুযায়ী প্রচার-প্রচারণা করব। আজ পর্যন্ত নির্বাচনে কোনো সংঘাত নেই। আমি আশা করি, নির্বাচন হবে উৎসবমুখর ও শান্তিপূর্ণ। এই নির্বাচনের জন্য আমরা গত ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এজন্য আমরা প্রত্যাশা করি, একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমরা চাই প্রশাসন নিরপেক্ষ থেকে একটি সুন্দর নির্বাচন উপহার দেবে। সততার সঙ্গে তারা যেন একটি অবাধ ও সুস্থ নির্বাচন উপহার দেয়। আমরা তফসিল ঘোষণার আগেই গণসংযোগ করেছি। মানুষের কাছে গিয়েছি। তারা আমাদের জানিয়েছেন, কবে ভোট হবে এবং তারা ভোট দিতে যাবেন।
এ সময় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আনোয়ারুল হক/এআরবি