সিনেমা হলের সামনে মালিককে ছুরিকাঘাতে হত্যা

গাইবান্ধার সাঘাটায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বজলুর রশিদ বুলু (৫৮) নামে এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন।রোববার (১১ এপ্রিল) ভোরে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের রোমা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত বজলুর রশিদ একই ইউনিয়নের মামুদপুর গ্রামের মৃত কায়েম উল্লার ছেলে। তিনি রোমা সিনেমা হলের স্বত্বাধিকারী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে সাঘাটা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ঢাকা পোস্টকে বলেন, ভোরে কে বা কারা বজলুর রশিদ বুলুকে তার সিনেমা হলের সামনে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, ঘটনাটির ক্লু উদঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় সাঘাটা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
রিপন আকন্দ/এসপি