সিলেটে এটিএম বুথ থেকে চুরির ঘটনায় নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

সিলেটের সুবিদবাজারে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এ সময় নগদ ১৮ লাখ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
রোববার (৫ নভেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের হোসাইন আহমদের ছেলে অলবাব হোসেন লিমন (২২), মোগলাবাজার থানার নৈখাই পূর্বপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আমিনুল হক (২৪) ও একই থানার নৈখাই মাঝপাড়া গ্রামের সিদ্দেক আলীর ছেলে নুরুল ইসলাম মুন্না (২৫)।
তাদেরকে পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৮ লাখ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখ। এর বাইরে ৬ লাখ ৭৮ হাজার টাকা আসামিরা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা রেখেছেন এবং ১ লাখ ৪৮ হাজার টাকা তারা খরচ করেছেন। এছাড়া তারা প্রাথমিকভাবে আরও ৮টি ব্যাংকের এটিএম বুথ থেকে ৯ লাখ টাকা চুরির কথা স্বীকার করেন।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর রাতে সিলেট মহানগরের সুবিদবাজার এলাকার ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। পরে ৩০ অক্টোবর বুথে গিয়ে হিসাব করে ২৬ লাখ ৩২ হাজার টাকার গড়মিল পায় ব্যাংক কর্তৃপক্ষ। এ ঘটনায় বুথে টাকা সরবরাহকারী প্রতিষ্ঠান সিকিউরেক্স প্রাইভেট লিমিটেডের দুই কর্মকর্তার নাম উল্লেখ করে সিলেটের বিমানবন্দর থানায় মামলা করেন ব্যাংকটির সিলেট অঞ্চলের এটিএম বুথের ইনচার্জ সন্দীপন দাস। মামলার পরপরই অলবাব হোসেন লিমনকে শিবগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজনের মধ্যে অলবাব ও আমিনুল সিকিউরেক্স নামের প্রতিষ্ঠানটির কর্মকর্তা।
মাসুদ আহমদ রনি/এনটি