যমুনার বালুচরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

নিখোঁজের একদিন পর সিরাজগঞ্জের যমুনা নদীর চর থেকে জহুরুল ইসলাম জয় (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের মালশাপাড়া (ক্রসবার-৩) এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জহুরুল ইসলাম জয় সিরাজগঞ্জ সদর উপজেলার বিয়ারাঘাট এলাকার নুর হোসেনের ছেলে।
তার চাচা সাইফুল ইসলাম জানান, শনিবার দুপুরের পর জহুরুল বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। রোববার সন্ধ্যায় লোক মুখে জানতে পারি বালুচরে এক যুবকের মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে দেখতে পাই মরদেহটি আমার ভাতিজার।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজওয়ানুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে মরদেহটি একদিন আগের। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
শুভ কুমার ঘোষ/