নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে খুন হন যুবদল নেতা

পাবনা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী (৪০) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে তিনি খুন হয়েছেন।
পিবিআই জানায়, হত্যাকাণ্ডে জড়িত ইব্রাহিম প্রামানিক (৩০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) ইব্রাহিম প্রামানিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ বিষয়ে পিবিআইয়ের পাবনার পুলিশ সুপার মো. ফজলে এলাহী বলেন, ইব্রাহিম জবানবন্দিতে জানিয়েছেন- পাবনা শহরের শালগাড়িয়া গোরস্থানপাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে শাহজাহান আলীর সঙ্গে শহরের একই এলাকার এক নারীর (২৫) অনৈতিক সম্পর্ক ছিল। কয়েকদিন আগে তাদের সম্পর্ক ভেঙে যায়। ফলে ওই নারী বদলা নিতে শাহজাহানকে হত্যা করার পরিকল্পনা করেন।
এ জন্য তিনি ইব্রাহিম প্রামানিকসহ ৭/৮ জনকে ভাড়া করেন। এরপর গত ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৌশলে শাহজাহান আলীকে অপহরণ করা হয়। পরে শাহজাহানকে আটঘরিয়ায় ইব্রাহিমের এক আত্মীয়র বাড়িতে নিয়ে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করে আটঘরিয়া থানার গঙ্গারামপুর হাফেজিয়া মাদরাসা সংলগ্ন কানু মন্ডলের ছেলে মো. কাশেমের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে ফেলে খড়কুটা দিয়ে ঢেকে রাখা হয়।
তিনি বলেন, অনৈতিক সম্পর্কের কারণেই শাহজাহান আলীকে খুন করা হয়েছে। ওই নারী এবং ইব্রাহিমের মোবাইল ফোন ট্র্যাকিং করে গত ১১ এপ্রিল আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রামের তায়েজ আলীর ছেলে ইব্রাহিম প্রামানিককে ঢাকার সাভার থানার সবুজবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে ইব্রাহিম প্রামানিক আদালতে হত্যকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এসআই মো. সবুজ আলী জানান, নিহত যুবদল নেতা শাহজাহান আলী অবিবাহিত ছিলেন। ওই নারীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক ছিল। তাদের মধ্যে অর্থ লেনদেনও ছিল। ঘটনার পর থেকে ওই নারী পলাতক রয়েছেন। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
রাকিব হাসনাত/আরএআর