দুদিনের প্রচারণা শেষে রংপুর ছাড়লেন জিএম কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুদিনের প্রচার-প্রচারণা চালিয়ে ঢাকায় ফিরে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনে লাঙলের প্রার্থী জিএম কাদের। এতে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর সেনপাড়ার বাড়ি স্কাইভিউ থেকে নেতাকর্মীদের গাড়ি বহরে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
রংপুর ছাড়ার আগে নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত ঘরোয়া আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জিএম কাদের। প্রচারণা শেষ হলো কি না– এমন প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, আমি একটা দলের প্রধান, দলটা ছোট হলেও সব জায়গায় আমাদের লোকজন আছে। এ নির্বাচন একটা মহাযজ্ঞ, সেখানে বিভিন্ন জায়গার মানুষের বিভিন্ন সমস্যা হয়। তারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চায়। ঢাকায় থাকলে এটা আমার জন্য একটু সহজ হয়, তাদের জন্যও সহজ হয়। তাই আমাকে ঢাকায় কিছুদিন সময় দিতে হবে দলীয় স্বার্থে।
তিনি বলেন, আমার ব্যক্তিগত স্বার্থটা হলো রংপুর কেন্দ্রিক কিন্তু দলীয় স্বার্থ সারা দেশব্যাপী। সে হিসাবে আমাকে ঢাকায় কিছু সময় দিতে হবে। তার মানে যে আমি এখান থেকে নির্বাচনী প্রচারণা শেষ করলাম, এমনটা নয়। আমি যখনই সময় পাব, এখানে আসব।
এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পার্টির ভাইস-চেয়ারম্যান ও মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক, রংপুর-১ আসনের জাপা মনোনীত প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও কারমাইকেল কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও জেলার যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা সদস্য শাফিউল ইসলাম শাফী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর জাপার সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন, জেলা যুব সংহতি সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ।
আরও পড়ুন
এর আগে জিএম কাদের শুক্রবার (২২ ডিসেম্বর) সড়ক পথে রংপুরে আসেন। পরের দিন শনিবার পল্লী নিবাসে পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ও মুন্সিপাড়ায় তার বাবা-মায়ের কবর এবং মাওলানা কেরামত আলী (রহ.) জৈনপুরীর মাজার জিয়ারত করেন। পরে তিনি সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত নির্বাচনী কর্মীসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন তিনি। দুদিনে তিনি রংপুর নগরীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সিটির বিভিন্ন পাড়া-মহল্লা ও সদরের বেশ কিছু এলাকায় গণসংযোগে অংশ নেন।
রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের (লাঙল) ছাড়াও বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু (একতারা), বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক (ডাব), জাতীয় সমাজতান্ত্রিক দলের সহিদুল ইসলাম (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম (আম) এবং তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী (ঈগল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রংপুর সদর ও সিটি কর্পোরেশনের ৯ থেকে ৩৩নং ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৯৪ জন ও পুরুষ ২ লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে দুজন।
এসএসএইচ