ট্যুরিজমকে আরও উন্নত করতে কাজ করছি : অতিরিক্ত আইজিপি

বাংলাদেশের ট্যুরিজম সেক্টরকে আরও উন্নত করতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সাগরকন্যাখ্যাত কুয়াকাটাকে বিশ্বের দরবারে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করার কথা জানিয়েছেন বাংলাদেশ টুরিস্ট পুলিশের ডিআইজি, অতিরিক্ত আইজিপি (ভারপ্রাপ্ত) মো. আবু কালাম সিদ্দিক।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কুয়াকাটা হোটেল পর্যটন মোটেলের হলরুমে বাংলাদেশে টেকসই পর্যটন গড়ার লক্ষ্য স্থানীয় সব অংশীদার এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রাহাত গাওহারীর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা-বরিশাল বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান। পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।
বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল ইন মিডিয়া) নাদিয়া ফারজানার সঞ্চালনায় কুয়াকাটাকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন কুয়াকাটার পর্যটকদের সেবা দেওয়া ১৬টি পেশার স্টেক হোল্ডারদের প্রতিনিধিরা ও কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কলাপাড়া প্রেসক্লাবের সাবের সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু, কুয়াকাটা বয়েস ক্লাবের সাবেক সভাপতি মাসুদ পারভেজ সাগরসহ আরও অনেকে।
উপস্থিত স্টেক হোল্ডারদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন উঠলে সেগুলোকে সমাধানের জন্য কাজ করার কথা জানান বাংলাদেশ টুরিস্ট পুলিশের ডিআইজি, অতিরিক্ত আইজিপি (ভারপ্রাপ্ত) মো. আবু কালাম সিদ্দিক। তিনি বলেন, পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তার চাদরে রাখার অঙ্গীকার করছি আমরা। উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যটকদের সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে। বাংলাদেশের পর্যটন সংশ্লিষ্ট সবস্থান টুরিস্ট পুলিশের আওতায় আনা হবে। শুধু কুয়াকাটা নয় সারা দেশের দেশি-বিদেশি সকল পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে টুরিস্ট পুলিশ।
এ সময় তিনি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা পর্যটকদের সঙ্গে ভালো ব্যবহার করবেন যাতে কুয়াকাটার প্রতি পর্যটকরা আকৃষ্ট হয়। পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশকে সব সময় সহযোগিতা করবেন। পর্যটকরা আপনাদের সবচেয়ে বড় সম্পদ এটা মনে রাখবেন।
এসএম আলমাস/এএএ