জুয়ার আসর থেকে গ্রেফতার ১৩

ময়মনসিংহে রাতের আঁধারে বসানো এক জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার হিরণ পলাশিয়া গ্রামের কেফায়েত উল্লাহ (৩২), শাফিউল ইসলাম (২১), নজরুল ইসলাম (৪৩), ফরহাদ মিয়া (২১), হাবিবুর রহমান উজ্জল (৩৬), মিজানুর রহমান মিজান (২০), রাশেদুল ইসলাম (১৯), ছানাউল্লাহ (২২), আবু তাহের (২২), মনিরুল ইসলাম মনির (২২), সিরতা নয়াপাড়া গ্রামের কাউছার হামিদ (২৮), হারুন অর রশিদ (৩২) ও মুক্তাগাছা উপজেলার আন্দুলিয়া মধ্যপাড়া গ্রামের গিয়াস উদ্দিন (৪৪)।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার (২১ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে সদরের হিরণ পলাশিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মধ্যরাতে সদরের হিরণ পলাশিয়া গ্রামে একটি বাড়ির খোলা স্থানে জমজমাট জুয়ার আসর বসান তারা। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে অভিযান চালিয়ে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় ১৩ জুয়াড়িকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় জুয়া আইনে মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উবায়দুল হক/এএম