১৪ দিন পর মিলল গলাকাটা লাশের দুই মাথা

ভোলায় একটি বাগান থেকে মাথাবিহীন দুই লাশ উদ্ধারের ১৪ দিন পর মিলল দুই মাথা। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের আসলামপুর গ্রামে ফরাজি বাড়ির মহিবুল্লাহ নামে এক ব্যক্তির সেপটিক ট্যাংক থেকে মাথা দুটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা মাথা দুইটি উদ্ধার করি।
তিনি আরও বলেন, এ ঘটনায় ৭ জনকে থানায় নিয়ে এসে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও লাশের কোনো পরিচয় মেলেনি।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল চরফ্যাশনের আসলামপুর গ্রামের ভূঁইয়ার বাগানে মাথাবিহীন অজ্ঞাত দুই ব্যক্তির লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ওই দিন দুপুর দেড়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
সৈয়দ মেহেদী হাসান/এমএসআর