কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল যুবলীগ

সিলেটে জমি থেকে পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। চলমান কঠোর বিধিনিষেধের কারণে যান চলাচল বন্ধ থাকায় কৃষকরা পড়েছেন শ্রমিক সংকটে। ফলে অল্পসংখ্যক শ্রমিক দিয়েই কাজ সারতে হচ্ছে তাদের।
এই সংকটকালীন ধান কাটতে কৃষকদের সঙ্গে মাঠে নেমেছেন যুবলীগের নেতাকর্মীরা। সিলেটের বিভিন্ন স্থানে এমন দৃশ্য দেখা যাচ্ছে।
জানা যায়, শনিবার (২৪ এপ্রিল) সকালে সিলেটের জালালাবাদ থানার কারইল বিলের একটি জমির পাকা ধান কাটতে কৃষকদের সঙ্গে মাঠে নামেন সিলেট জেলা যুবলীগের অর্ধশতাধিক নেতাকর্মী।
এই সময় ওই এলাকার কৃষক জাহেদ আহমদের প্রায় ২ বিঘা জমির ধান কাটতে সাহায্য করেন তারা। ধান কাটার পর সেগুলো বাড়িতেও পৌঁছে দেন তারা।
কৃষক জাহেদ আহমদ বলেন, ধান কাটার এই কঠিন সময়ে তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এটি সত্যিই খুবই আনন্দের বিষয়। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আশা করি অন্যান্য সব কৃষকের বিপদের সময়ও তারা এগিয়ে আসবেন।
সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য সব সহযোগী সংগঠনকে আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে আমরা জেলা যুবলীগের নেতাকর্মীরা কৃষকের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন, আজ কৃষক জাহেদের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছি। এতে তার মুখে স্বস্তির হাসি দেখে সত্যিই ভালো লেগেছে। আগামীতে যে সব কৃষকরা ধানকাটা নিয়ে বিপাকে পড়বেন আমরা তাদের পাশে এগিয়ে যাব।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বলেন, আমরা কেন্দ্রের নির্দেশনা পেয়ে যুবলীগের সব নেতাকর্মীকে নিয়ে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি। যেখানেই কোনো কৃষক ভাই সমস্যায় পড়বেন সেখানেই আমরা সেই কৃষক ভাইয়ের পাশে দাঁড়াব।
তুহিন আহমদ/এমএসআর