বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল পথচারীর প্রাণ

কুষ্টিয়া সদর উপজেলায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় জহুরুল ইসলাম (৩৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের সাদ্দাম বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কালুয়া গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং ভ্যানে ফেরি করে ফাস্ট ফুডের ব্যবসা করতেন।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে জহুরুল ইসলাম সাদ্দাম বাজার মোড়ে কেরোসিন তেল কিনতে যান। বাড়িতে ফেরার পথে দ্রুতগতির বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক চালকসহ মোটরসাইকেলটিকে জব্দ করার চেষ্টা চলছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আরএআর