ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবক কারাগারে

রাজবাড়ীর কালুখালী উপজেলায় প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় লিটন কাজী (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার লিটন কাজী পাংশা উপজেলার চরমৌদিপুর গ্রামের মোন্তাজ কাজীর ছেলে। তিনি কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে একটি ভাড়াবাসায় থাকতেন। লিটন সেখানকার একটি ইটভাটায় সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত।
এর আগে সোমবার (২৬ এপ্রিল) কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. রিপন (২৮) বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা করেন। ওইদিনই অভিযান চালিয়ে অভিযুক্ত লিটন কাজীকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, বাদী শেখ মো. রিপন ২৪ এপ্রিল নিজ ফেসবুকে প্রবেশ করে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে দেওয়া লিটন কাজীর স্ট্যাটাস দেখতে পান। লিটন কাজী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর সুনাম ক্ষুণ্ন করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার জন্য মিথ্যা ও মানহানিকর তথ্য ফেসবুকে প্রচার করেছেন। এতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
কালুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, মামলার পর অভিযান চালিয়ে আসামি লিটন কাজীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মীর সামসুজ্জামান/আরএআর