মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে মায়ের অভিযোগের পর ছেলে সম্পদ হোসেনকে মাদকসহ আটক করে দর্শনা থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত সম্পদকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত সম্পদ দামুড়হুদার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আজাদ আলী ছেলে। বুধবার বিকেলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট দিলারা রহমান এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত সম্পদের মা আনোয়ারা বেগম বলেন, আমার ছেলে সম্পদ মাদকাসক্ত। মাদক সেবনের টাকার জন্য বাড়িতে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরসহ অশান্তি সৃষ্টি করে থাকে। ছেলেকে অনেক নিষেধ করার পরেও সে কোনোভাবেই মাদক সেবন থেকে ফিরে আসে না।
তিনি আরও বলেন, তাই ছেলেকে মাদক থেকে দূরে রাখতে আমাকে আইনের আশ্রয় নিতে হলো। পরে বাধ্য হয়ে বুধবার সকালে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি দল নিয়ে ওই মাদকসেবীর বাড়িতে যায়। এ সময় ঘটনাস্থল থেকে এক পুরিয়া গাঁজাসহ তার ছেলে সম্পদকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা রহমান বলেন, মায়ের অভিযোগের ভিত্তিতে ছেলের মাদকাসক্তের সত্যতা পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সম্পদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আফজালুল হক/এমএসআর