ভোলার ১০ গ্রামে আজ ঈদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার পাঁচ উপজেলার ১০ গ্রামের প্রায় তিন হাজার মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।
বৃহস্পতিবার (১৩ মে) সকালে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের আমিন মিয়া চৌকিদার বাড়ির দরজা জামে মসজিদের সভাপতি মাসুদ পারভেজ রহিম তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুরেশ্বর দরবারে পীর, ভান্ডার শরীফ ও সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা উদযাপন করছেন। এদের অনুসারী ভোলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও তজুমদ্দিন উপজেলার ১০ গ্রামে মানুষ আজ ঈদ করছেন।
সদর উপজেলার চৌদ্দগ্রামের বাসিন্দা আব্দুল্লাহ জানান, প্রতি বছর তারা সৌদির সঙ্গে মিল রেখে রোজা রাখেন ঈদুল ফিতর ও আজহা পালন করেন। এবছর তারা সৌদির সঙ্গে মিল রেখে ৩০ রোজা রেখেছেন এবং বৃহস্পতিবার ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
সুরেশ্বর পীরের মুরিদ খলিল মিয়া জানান, সকাল পৌনে ৯টায় বোরহানউদ্দিনের মুলাইপত্তন গ্রামের মজনু মিয়ার বাড়ির দরজায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে কয়েক শতাধিক মানুষ ঈদ জামাতে অংশ নেন। পর্যায়ক্রমে চৌকিদার বাড়ি, পঞ্চায়েত বাড়িসহ বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া একই গ্রামের মজনু মিয়ার বাড়ির দরজাসহ পর্যায়ক্রমে সাত উপজেলার ১০ গ্রামের বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়।
সৈয়দ মেহেদী হাসান/এএম