এতিম শিশুদের নিয়ে শপিংয়ে গেলেন কাদের মির্জা

অসহায় ২১ এতিম শিশুর মুখে হাসি ফোটালেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বৃহস্পতিবার (১৩ মে) দুপুর ১২টার দিকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ২১ জন এতিম শিশুকে নিয়ে শপিংয়ে যান তিনি। তাদের নতুন জামা-কাপড়, জুতা ও টুপি কিনে দিয়েছেন তিনি।
আবদুল কাদের মির্জা বলেন, আশরাফুল উলুম মাদরাসার ছয়জন এতিম শিশু এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ১৫ জন এতিম শিশুকে নতুন জামা-কাপড়, জুতা ও টুপি কিনে দিয়েছি। তাদের মুখে হাসি দেখে মনটা ভরে গেল। এমন সুখ টাকায় মেলে না।
তিনি বলেন, আমার বাবা স্কুলশিক্ষক ছিলেন। আমরা ঠিকমতো ঈদের জামা পেতাম না। সেদিনের কথাগুলো মনে হলে চোখে পানি চলে আসে।
এর আগে গত শুক্রবার (৩০ এপ্রিল) ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পক্ষ থেকে কোম্পানীগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে ১০ লাখ টাকা প্রদান, অসহায় পাঁচ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাদের মির্জা।
হাসিব আল আমিন/এএম