ময়মনসিংহে সাংবাদিক রোজিনার মুক্তির দাবি

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা ও পরবর্তীতে সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহের সাংবাদিক নেতারা। মঙ্গলবার (১৮ মে) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এ ঘটনায় প্রতিবাদ সভার আয়োজন করে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে)।
অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তির দাবি জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আমরা দ্রুত এ ন্যাক্কারজনক ঘটনার বিচার চাই। সেই সঙ্গে অবিলম্বে তাকে মুক্তি দেওয়া না হলে দেশের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
তারা আরও বলেন, করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরাও দেশের জন্য কাজ করছেন। করোনার এই সংকটকালেও এক শ্রেণির আমলা তাদের দুর্নীতি ঢাকতে অনুসন্ধানী সাংবাদিকতাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তাদের অনিয়ম ও লুটপাটের তথ্য আড়াল করতে রোজিনা ইসলামকে হেনস্তার পর মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। সেখানে তারা শুধু একজন সাংবাদিককেই নয়, সাংবাদিকতারও টুঁটি চেপে ধরেছে।
এ সময় রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, অবিলম্বে তার মুক্তি ও দোষীদের শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সাংবাদিক নেতারা।
প্রতিবাদ সভায় ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, সংগঠনের কেন্দ্রীয় সদস্য শাহিদুল আলম খসরু, ময়মনসিংহ সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোশাররফ হোসেন, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি শরীফুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মুসা, সাংবাদিক নেতা কাজী মোহাম্মদ মোস্তফা, বিপ্লব বসাক, রাকিবুল হাসান রুবেল, কামাল হোসেন প্রমুখ।
এদিকে দুপুরে একই দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জেলা নারী সাংবাদিক সংঘ (নাসাস)।
উবায়দুল হক/আরএআর