টাঙ্গাইলে ফের সড়ক দুর্ঘটনায় ঠিকাদারসহ নিহত ৩

টাঙ্গাইলে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঠিকাদারসহ দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। এ ছাড়া ঘাটাইল উপজেলার হামিদপুরে ট্রাকচাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (১৯ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার আশেকপুর বাইপাস সংলগ্ন ইন্দুটিয়া এবং ঘাটাইল উপজেলার হামিদপুরে এ সকল দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন খন্দকার আফজাল হোসেন (৩৮)। তিনি ভূঞাপুর উপজেলার রামপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
আহতরা হলেন- ভুঞাপুর উপজেলার রামপুর গ্রামের সূর্যক্রান্তির ছেলে লহ্মণ (৩৫), জীবন (৩৫), মধুপুর উপজেলার বেরীবাইদ গ্রামের সামাদ মিয়ার ছেলে জুলহাস (৩২) ও কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ওয়াহেদ মিয়া (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক থেকে টাঙ্গাইল শহরের দিকে আসার সময় আশেকপুর এলাকায় মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে অপর সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। পরে আহত অবস্থায় চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘাটাইলের হামিদপুরে ট্রাকচাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অভিজিৎ ঘোষ/এসপি