মৌলভীবাজারে জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১
মৌলভীবাজারের রাজনগরে খাল সেচ দেওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে মিছরাব খা (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল বিকেলে রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের হান্নান মিয়ার বাড়ির সামনে বিরোধপূর্ণ খাল সেচ দিতে আসে এলাকার নুরুল আমিনের লোকজন। এ সময় তাদের বাধা দেওয়া হলে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে মারাত্মক আহত হন মিছরাব খা। তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকার নানু মিয়া বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে মিছরাব নিহত হন। দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মাঝে জমি নিয়ে বিরোধ ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, সংঘর্ষ চলাকালে ফাঁকা গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শাহ মোহাম্মদ মুবাশ্বির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করছি।
আশরাফ আলী/এনএফ