পর্যটকদের পদচারণায় মুখর সাজেক-রাঙামাটি
টানা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে পাহাড়ি জেলা রাঙামাটি ও মেঘের রাজ্য সাজেকে। দেশের বিনোদনের অন্যতম জনপ্রিয় সাজেক ভ্যালি এখন পর্যটকে ভরপুর। হোটেল-মোটেল প্রায় শতভাগ বুকিং। শীতের এই সময়টা উপভোগ করতে সাজেকে সাপ্তাহিক ছুটির প্রথম দিনে প্রায় সাড়ে তিন হাজার পর্যটক ভিড় করছে। এমন পর্যটকের উপস্থিতিতে খুশি ব্যবসায়ীরাও।
কটেজ মালিক সমিতি অব সাজেকের তথ্যমতে, সাজেকে ১১৬টি হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। রেস্তোরাঁ আছে ১৪টির বেশি। সবগুলোতেই পর্যটকদের ভিড়।
কটেজ মালিক সমিতি অব সাজেকের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, আজ শুক্রবার সাজেক পর্যটকে ভরপুর। সাজেকের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ভিড় করছেন। প্রায় সাড়ে তিন হাজার পর্যটকের সমাগম হয়েছে সাজেকে। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব হোটেল, কটেজ ও রিসোর্ট বুকিং রয়েছে।
তিনি সাজেকে ভ্রমণে এসে কেউ কোনো সমস্যায় পড়লে কিংবা বাড়তি ভাড়া দাবি করলে সমিতির সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।
খাগড়াছড়ি-সাজেক সড়কের জিপ সমিতির লাইনম্যান ইয়াছিন আরাফাত জানিয়েছেন, শুক্রবার সারাদিন সাজেকের উদ্দেশ্যে ২০০ জিপ ও ৫০টি মাহিন্দ্রা অটোরিকশা ছেড়ে গেছে। এ ছাড়া শতাধিক মোটরসাইকেলও সাজেকে গেছে।
এদিকে রাঙামাটি জেলা সদরের বিভিন্ন স্পটগুলোতেও পর্যটকের ভিড় লক্ষ্য করা গেছে। ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, আরণ্যকসহ বিভিন্ন স্পট পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। এ ছাড়া কাপ্তাই হ্রদের স্বচ্ছ নীল জলরাশি ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা সুবলংয়ের উদ্দেশ্যে নৌবিহারও করেছেন।
ঢাকা থেকে সস্ত্রীক ঘুরতে আসা রমজান আলী বলেন, বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে। তাই ছুটির এই দিনগুলোতে রাঙামাটি ঘুরতে চলে এসেছি। রাঙামাটি পাহাড়, হ্রদ, ঝুলন্ত সেতু সবকিছুই ভালো লেগেছে। উপভোগ করার মতো একটি স্থান রাঙামাটি।
হোটেল হিল পার্কের ব্যবস্থাপক স্বপন শীল বলেন, শীতের শুরু এবং বাচ্চাদের পরীক্ষাও শেষ হওয়ায় পর্যটকরা এখন রাঙামাটি ভ্রমণ করছে। টানা ছুটির কারণে ভালো পর্যটক এসেছে রাঙামাটিতে। বর্তমানে হোটেলে প্রায় সব রুমই বুকিং রয়েছে। ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৭০-৮০ ভাগ রুম অগ্রিম বুকিং রয়েছে।
পর্যটন কমপ্লেক্সের রাঙামাটি জেলার ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, আশানুরূপ পর্যটক এসেছে রাঙামাটিতে। সাপ্তাহিক ছুটির প্রথম দিন আজ শুক্রবার ঝুলন্ত সেতুতে আড়াই হাজার পর্যটক এসেছে। এ ছাড়া মোটেলের ৬০ ভাগ রুম অগ্রিম বুকিং আছে। এই মাসে ভালো ব্যবসা হবে।
মিশু মল্লিক/এমজেইউ