চেয়ারম্যান ঘাট থেকে নিঝুমদ্বীপ পর্যন্ত সি-ট্রাক চালুর দাবি
পর্যটকদের নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে চেয়ারম্যান ঘাট থেকে নিঝুমদ্বীপ পর্যন্ত সি-ট্রাক চালুর দাবি জানিয়েছে এলাকাবাসী। এ দাবি জানিয়ে শনিবার (১১ জানুয়ারি) দুপুরে নিঝুমদ্বীপ ইউনিয়নের বন্দরটিলা বাজারে মানববন্ধন করেছেন এলাকার লোকজন।
মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালী জেলা প্রশাসন নিঝুমদ্বীপের দেশ নোয়াখালী বলে প্রচার করছে। তাতে করে প্রাকৃতিক সৌন্দর্যের নয়নাভিরাম নিঝুমদ্বীপ দেখতে হাজারো পর্যটক আসছে। কিন্তু নিরাপদ যাতায়াতের বিষয়ে প্রশাসন উদাসিন। চেয়ারম্যান ঘাট থেকে নিঝুমদ্বীপ সরাসরি সি-ট্রাক চালু হলে পর্যটক আরও বাড়বে।
নিঝুমদ্বীপের শাহিন সোহেল রিসোর্টের মালিক মোহাম্মদ ইব্রাহিম বলেন, নিঝুমদ্বীপের দেশ নোয়াখালী বললে দেশ-বিদেশের সবাই চেনে। তাই প্রশান্তির জন্য মানুষজন পরিবার-পরিজন নিয়ে নিঝুমদ্বীপে আসেন। প্রতিবছরের ন্যায় এ বছরও নিঝুমদ্বীপ পর্যটকদের পছন্দের তালিকায় রয়েছে। কিন্তু নিরাপদ যাতায়াত ব্যবস্থা না থাকায় একবার আসলে আর আসে না এবং কাউকে আসতেও বলে না। তাই আমরা সরাসরি সি-ট্রাক চাই।
নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য শাহেদ উদ্দিন শাহেদ বলেন, প্রায় ৪০ হাজার মানুষ নিয়ে নিঝুমদ্বীপ ইউনিয়ন গঠিত। প্রাকৃতিক সৌন্দর্যের নয়নাভিরাম নিঝুমদ্বীপের পর্যটকদের নিরাপদ ভ্রমণ ও হাতিয়ার দক্ষিণাঞ্চলের প্রায় চার লাখ মানুষের নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিতে চেয়ারম্যান ঘাট থেকে নিঝুমদ্বীপ সি-ট্রাক চালু হোক। দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক নিঝুমদ্বীপে আসেন। কিন্তু যে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তারা যায় তার জন্য আমরাও লজ্জিত। আমরা হাতিয়ার সন্তান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদসহ প্রশাসনের সবার দৃষ্টি আকর্ষণ করছি যেন নিঝুমদ্বীপের জন্য সি-ট্রাক দেওয়া হয়। আমরা চাই ট্যুরিস্টরা যেন ভোগান্তি ছাড়া নিরাপদে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। এতে করে আমাদের অসুস্থ রোগীসহ সবার জন্য ভালো হবে।
হাসিব আল আমিন/এমএএস