শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে গাজীপুরে মানববন্ধন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (২৪ মে) বেলা ১১টায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় গাজীপুরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
প্রায় দেড় ঘণ্টার এ কর্মসূচিতে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকার ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশ নেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী রবিউল ইসলাম, তানজিমুল রহমান তনয়, সানিউল, রকিবুল ইসলাম, ফাতেমাতুজ জোহরা ও রিংকী বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আগামী ১ জুনের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষণার হুমকি দেন।
বক্তারা আরও বলেন, সারাদেশে দোকানপাট, শপিংমল, কারখানাসহ সবকিছু খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানে কেন তালা ঝুলছে। আমাদের এক দফা দাবি অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন।
শিহাব খান/এএম