‘জলবায়ু পরিবর্তনে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিকল্প নেই’

নতুন বছরের স্বপ্ন, বাংলাদেশের জন্য শতভাগ নবায়নযোগ্য শক্তি স্লোগান ধারণ করে বরিশালে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে জিলা স্কুল মোড়ে কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
ক্যাবের সম্পাদক রনজিৎ দত্তর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রান্তজনের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা তার বক্তব্যে বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব। বর্তমান পরিবেশগত সংকট এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিকল্প কিছু নেই। আগামী দিনে বাংলাদেশের প্রতিটি বাড়িতে সোলার প্যানেল এবং অন্যান্য নবায়নযোগ্য উৎস ব্যবহার করে একটি টেকসই ভবিষ্যৎ তৈরি করা সম্ভব। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার আমাদের প্রকৃতিকে রক্ষা করবে এবং এর মাধ্যমে গ্রামাঞ্চলসহ সারা দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে।
বরিশাল প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য শুভংকর চক্রবর্তী বলেন, বরিশালের মানুষ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে আগ্রহী এবং এটির প্রতি তাদের সমর্থন রয়েছে। বক্তারা বলেন, এটি শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, এটি আমাদের দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরোহির নির্বাহী পরিচালক খোরশেদ আলম বলেন, আজকের যুব সমাবেশ স্থানীয় মানুষদের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা এবং এর সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেছে। এই উদ্যোগ বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রতি মানুষের আগ্রহ বাড়াবে এবং দেশের জন্য একটি পরিবেশবান্ধব ভবিষ্যৎ তৈরি করবে। তিনি আরও বলেন, আগামী দিনে এ ধরনের আরও ক্যাম্পেইন এবং কর্মসূচি চালিয়ে যেতে হবে, যাতে দেশের প্রতিটি অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটে এবং একটি টেকসই উন্নয়ন নিশ্চিত হয়।
বরিশালের স্থানীয় জনগণ এবং পরিবেশ সচেতন মানুষ, যুব প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, পরিবেশ কর্মীসহ অনেকে আজকের এই যুব সমাবেশে অংশগ্রহণ করেন।
সৈয়দ মেহেদী হাসান/এএমকে