শেরপুরে ৯ হাজার সরকারি বই জব্দ, শিক্ষা অফিসের পিয়ন আটক

কুড়িগ্রামের রৌমারী থেকে অবৈধভাবে ঢাকায় পাচারকালে বিনামূল্যে বিতরণের সরকারি প্রায় ৯ হাজার বই জব্দের ঘটনায় রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এক পিয়নকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়।
রৌমারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক পিয়নের নাম জামাল হোসেন (৪৬)। তিনি রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পিয়ন পদে কর্মরত। উপজেলার সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের দুটি কক্ষ বইয়ের স্টোররুম হিসেবে ব্যবহার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। সেই দুটি কক্ষের দায়িত্বে ছিলেন জামাল হোসেন।
এর আগে বুধবার (২২ জানুয়ারি) রাতে শেরপুর সদর উপজেলায় বইভর্তি একটি ট্রাক জব্দ করে পুলিশ। যেখানে সরকারিভাবে বিতরণের জন্য বরাদ্দকৃত মাধ্যমিক পর্যায়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির ৯ হাজার সরকারি বই পাওয়া গেছে বলে জানায় শেরপুর সদর থানা পুলিশ। বইগুলো কুড়িগ্রামের রৌমারী সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয় চত্বর থেকে নেওয়া হয়েছিল বলে প্রাথমিক তথ্যের বরাতে শেরপুর থানা পুলিশ জানায়।
রৌমারী থানা পুলিশের ওসি লুৎফর রহমান বলেন, শেরপুর থানায় আটক বইয়ের সূত্র ধরে জামাল নামের এক পিয়নকে আটক করা হয়েছে। শেরপুর থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঠিক কোথা থেকে বইগুলো নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্তে বের হয়ে আসবে।
তদন্তের স্বার্থে এই মুহূর্তে আর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন ওসি।
এমজেইউ