বরিশাল থেকে ছেড়ে যায়নি লঞ্চ

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরিশালের সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে অন্যান্য নৌ-যান চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে বিআউডব্লিউটিএ। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ এর উপপরিচালক মোস্তাফিজুর রহমান।
তিনি ঢাকা পোস্টকে বলেন, আবহাওয়া ঠিক না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হবে না। আবহাওয়ার বুলেটিন প্রচার করেই লঞ্চ মালিক, স্টাফ ও যাত্রীদের সতর্ক করা হচ্ছে এবং বৈরী আবহাওয়ায় কেউ নির্দেশনা যেন উপেক্ষা না করেন সেজন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে নৌ-পুলিশ তৎপরতা চালাচ্ছে। স্পিডবোট ঘাট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ছোট ও বড় নৌযান চলাচল যেন না করে সেজন্য পুলিশ নজরদারি বাড়িয়েছে।
নদী বন্দর ঘুরে দেখা গেছে, তিনটি পন্টুনেই সারিবদ্ধভাবে নোঙর করে রাখা হয়েছে বড়, মাঝারি ও ছোট লঞ্চগুলো। ঘূর্ণিঝড়ের কারণে কীর্তনখোলা নদী কিছুটা উত্তাল। নদীর খেয়া ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/এমএসআর