স্বামীর পরকীয়া ও দ্বিতীয় বিয়ে, যা করলেন স্ত্রী

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দ্বিতীয় বিয়ে করায় স্বামী রুবেল সরদার নামে এক ব্যবসায়ীর গোপনাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কুশলা ইউনিয়নের বিরামেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রুবেল সরদার ১২ বছর আগে বিরামেরকান্দি গ্রামের আমির আলী ফরাজীর মেয়ে রেশমা বেগমের সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন। বিয়ের পর রুবেল সরদারের অন্য নারীদের সঙ্গে পরকীয়া থাকায় রেশমা বেগমের সংসারে অশান্তি লেগেই থাকতো। গত ৩ মাস আগে হিন্দু ধর্মের একজন নারীকে বিয়ে করেন রুবেল সরদার। এতে ক্ষিপ্ত হয়ে রেশমা বেগম সোমবার গভীর রাতে ব্লেড দিয়ে ঘুমন্ত রুবেলের পুরুষাঙ্গ কেটে দেন।
এ সময় রুবেল সরদারের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা রুবেল সরদারকে ঢাকার পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি শাখায় পাঠান।
রুবেল সরদারের মা সাফিয়া বেগম বলেন, আমার ছেলে রুবেল রাতে বাড়িতে আসার পর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে রুবেলের চিৎকার শুনে আমিসহ বাড়ির লোকজন এলে রুবেলের স্ত্রী দৌড়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে রুবেলকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করি।
এ ব্যাপারে রুবেলের স্ত্রীর রেশমা বেগমের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে তার বোন ফতেমা বেগম বলেন, আমার বোনের ২ সন্তান থাকা সত্বেও গত ৩ মাস আগে রুবেল এক নারীকে বিয়ে করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রেশমা এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনার সঙ্গে আমরা কেউ জড়িত না।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরকে