গাজীপুরে শিক্ষার্থীদের মারধরের ঘটনায় মামলা

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর বাড়িতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ বাদী হয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর মেট্রো থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর ভাতিজা আমজাদ হোসেন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) তাহেরুল হক চৌহান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর মেট্রো থানার পরিদর্শক (তদন্ত) মো. সিদ্দিক হোসেন বলেন, মামলায় অভিযোগ করা হয়েছে, গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা শুনে গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হামলার প্রতিহত করতে যান। এ সময় স্থানীয় মসজিদের মাইকে ‘মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে’ ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এরপর একদল লোক এসে বাড়িটি ঘিরে ফেলে এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে মারধর শুরু করেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে পুলিশ অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে। হামলার ঘটনায় রোববার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে একটি মামলার আবেদন করেন। মামলাটি বিকেল সাড়ে ৩টায় রুজু করা হয়।
শিহাব খান/এএমকে