রাজবাড়ীতে সাংবাদিককে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

রাজবাড়ীতে বালু মহাল ইজারার দরপত্র নিয়ে দুই পক্ষের মারামারির ভিডিও ধারণ করায় মাছরাঙ্গা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমকে (৩৫) কুপিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগী সাংবাদিক ইমরান হোসেন মনিম বাদী হয়ে অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।
এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বালু মহাল ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় সাংবাদিক ইমরান হোসেন মনিম ভিডিও ধারণ করতে গেলে তাকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ইমরান হোসেন মনিম সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি মাছরাঙ্গা টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি হিসেবে কর্মরত।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বালু মহালের ইজারার দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১০ ফেব্রুয়ারি। এ ইজারাকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় ইমরান হোসেন মনিম সংবাদ সংগ্রহের জন্য মোবাইল ফোনে ওই মারামারির ভিডিও ধারণ করলে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। তার মাথায় দুটি সেলাই লেগেছে।
ভুক্তভোগী সাংবাদিক ইমরান হোসেন মনিম বলেন, অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে আমি সদর থানায় মামলা করেছি।
এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/আরএআর