রাজশাহীতে তিন রেলকর্মীর বিরুদ্ধে মামলা

রাজশাহীতে ইসমাইল হোসেন (২৮) নামের এক সেনাসদস্যকে মারধরের অভিযোগে তিন রেলকর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই সেনাসদস্য বাদী হয়ে রাজশাহী রেলওয়ে থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের গার্ড আতিকুর রহমান, অ্যাটেনডেন্ট মনছেহার আলী ও মো. মনির। বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত তাদের রেলওয়ে থানায় রাখা হয়েছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। আজ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে ওই সেনাসদস্যকে মারধরের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনে পাওয়ার কার ড্রাইভার ও টিটিই’র সঙ্গে ইসমাইল হোসেনের বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি ট্রেনের মধ্যেই সমাধান হয়। এরপরও বিষয়টি তাদের লোকজনকে জানালে সেনাসদস্যকে মারার জন্য ১০ থেকে ১৫ জন স্টেশনে অপেক্ষা করেন। ট্রেনটি রাজশাহী স্টেশনে থামার সঙ্গে সঙ্গে তারা ওই সেনাসদস্যকে এলোপাথাড়ি মারতে থাকে। এতে তিনি অসুস্থ হয়ে প্ল্যাটফর্মে পড়ে যান। এরপর যাত্রীদের সেবায় সুস্থ হয়ে তিনি সেনা ক্যাম্পে গিয়ে বিষয়টি জানালে রাতেই সেনাবাহিনী স্টেশন ঘিরে অপরাধীদের ধরতে অভিযানে নামে। এ সময় তিনজনকে আটক করা হয়।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, এই ঘটনায় আজ বিকেল ৪টার দিকে আহত সেনাসদস্য বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটক তিনজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
তবে বিষয়টি নিয়ে পশ্চিমাঞ্চল রেলের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
শাহিনুল আশিক/এমজেইউ