গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্বৃত্তদের হামলায় আব্দুল্লাহ আল মামুন মন্ডল (৩৫) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ধাপেরহাটের জামদানীর রাস্তার মুখে এ ঘটে।
নিহত মামুন ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধাপেরহাটের জামদানীর রাস্তায় দুর্বৃত্তরা মামুনের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামুনের মরদেহ ধাপেরহাটে নিয়ে আসার পর স্থানীয় জনতা ও শুভাকাঙ্ক্ষীরা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। স্থানীয়রা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
সাদুল্লাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ধাপেরহাট বন্দরে হামলার ঘটনায় আল মামুন মন্ডল নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে।
রিপন আকন্দ/আরএআর