মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি, শিশু নিখোঁজ

ভোলার শিবপুরের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা রবিউল (৬)নামে এক শিশু নদীতে নিখোঁজ রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে চার জেলেকে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল নামক এলাকা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। ঘাতক বাল্কহেডটি আটক করেছে জেলেরা।
আরও পড়ুন
নিখোঁজ শিশু রবিউল মো.ইউসুফ ও মিনারা বেগম দম্পতির ছোট ছেলে, তারা ভোলার খাল এলাকায় নৌকাতেই বসবাস করেন।
রাতে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন।
পুলিশ জানায়, রোববার বিকেলে শিশুসহ মোট ৫ জন মানতা সম্প্রদায়ের (বাইদ্যা/বেঁধে) ইউসুফের ট্রলারটি মেঘনায় মাছ ধরার উদ্দেশ্যে ভোলার খাল থেকে বেরিয়ে মাছ নদীর দিকে যাচ্ছিলেন। ট্রলারটি নদীতে প্রবেশের সময় চট্টগ্রামগামী এমভি কৌশিক কাবা-২ নামের বাল্কহেডটি তাদের ট্রলারকে সজোরে ধাক্কা দিলে মুহূর্তেই তাদের ট্রলারটি উলটে ডুবে যায়। পরে নদীতে থাকা অন্যান্য জেলেরা ট্রলারে থাকা ৪ জনকে তাৎক্ষণিক উদ্ধার করলেও উদ্ধার করতে পারেনি শিশু রবিউলকে। পরে বাল্কহেডটি পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জেলেরা ধাওয়া দিয়ে মেঘনা নদীর দৌলতখান উপজেলা সংলগ্ন এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনার পর থেকে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ শিশুটির খোঁজে নদীতে উদ্ধার অভিযান চালিয়েও তার খোঁজ পাননি।
এ বিষয়ে ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবির ঘটনায় ঘাতক বাল্কহেডটি আটক করা হলেও খোঁজ মেলেনি নিখোঁজ শিশুর, তার সন্ধানে নৌ-পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএস