ফিড কোম্পানির ম্যানেজারকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই

যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কে দিনে-দুপুরে ফিড কোম্পানির ম্যানেজার রোকনুজ্জামানকে (৪৫) কুপিয়ে আট লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে উলাশী দক্ষিণপাড়া যাত্রী ছাউনির সামনে এ ঘটনা ঘটে। ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেছে স্থানীয় জনতা।
আহত রোকনুজ্জামান একই উপজেলার বাগআচড়াঁ গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি নারিশ ফিড কোম্পানির ম্যানেজার। গুরুতর আহত অবস্থায় তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আহত রোকনুজ্জামান ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোকনুজ্জামান নাভারন ও উলাশী বাজারে ফিড কোম্পানির কালেকশন শেষ করে বাড়ি ফেরার সময় দুপুর ২টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের ওপর পৌঁছালে হৃদয় হোসেন (২৪), ফয়সাল হোসেন (১৮), তরিকুল ইসলাম (২৫), রাব্বেল (২৩) নামে কয়েকজন যুবক রোকনুজ্জামানের মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর দেশীয় অস্ত্র রামদা ও চাকু দিয়ে রোকনুজ্জামানকে এলোপাতাড়ি কুপিয়ে তার কাছে থাকা আট লাখ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। রোকনুজ্জামানের চিৎকারে স্থানীয় জনগণ এগিয়ে এসে হাতেনাতে হৃদয় ও ফয়সালকে ধরে গণপিটুনি দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করে। অপরদিকে অন্য দুই ছিনতাইকারী আট লাখ টাকাসহ রোকনুজ্জামানের মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয় জনগণ ও পুলিশ আহত রোকনুজ্জামানকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
স্থানীয়রা আরও জানান, ঘটনায় জড়িত ছিনতাইকারীরা সকলে কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের নামে বিভিন্ন সময়ে চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, নাভারন-সাতক্ষীরা মহাসড়কের ওপর আট লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকে অভিযান অব্যাহত আছে।
এ্যান্টনি দাস অপু/আরএআর