ছিনতাইকারীর হামলায় আহত সেই ম্যানেজারের মৃত্যু

যশোরের শার্শায় প্রকাশ্যে দিবালোকে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে জখম হওয়া ফিড কোম্পানির ম্যানেজার আব্দুর রশিদ রোকন (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ছিনতাইকারীদের হামলায় মারাত্মক আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুর রশিদ রোকন উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বাগআঁচড়া বাজারের মসজিদ মার্কেটে রুহুল আমিনের মালিকানাধীন মন্ডল ট্রেডার্সে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এই প্রতিষ্ঠানটি নারিশ ফিড লিমিটেডের ডিলার হিসেবে বিভিন্ন স্থানে মালামাল সরবরাহ করে থাকে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, গত বুধবার আব্দুর রশিদ রোকন বাকিতে ফিড বিক্রির টাকা বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলযোগে ফেরার সময় নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশী মাঠপাড়ার তরিকুল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে ছিনতাইকারীরা তাদের কাছে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে রোকনের বাম হাতের কোপ দিয়ে গুরুতর জখম করে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। এ সময় তার কাছে ব্যাগে থাকা ৮ লাখ ৫৫ হাজার টাকা তারা নিয়ে পালিয়ে যায়। পরে ছিনতাইকারী ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের হৃদয় হোসেন (২৪), একই গ্রামের তরিকুল ইসলাম (২৮), চান্দেরপোল গ্রামের ফয়সাল হোসেন (২০) ও ইসলামপুর গ্রামের রাব্বেল হোসেন রাব্বিকে (২১) আটক করে ৮ লাখ তিন হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান ওসি।
এ্যান্টনি দাস অপু/আরএআর