সেবাগ্রহীতাকে মারধর, ঝিনাইদহ পৌরসভার ৬ কর্মচারী বরখাস্ত

সেবাগ্রহীতাকে মারধর করার অভিযোগে ঝিনাইদহ পৌরসভা থেকে ছয়জন কর্মচারীকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
রোববার (২ মার্চ) বিকেলে ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রাথ রায় বিষয়টি নিশ্চিত করেন।
এরমধ্যে পৌরসভায় কর্মরত বাজার আদায়কারী ইমরান নাজির, পাম্প মিস্ত্রী খালেকুজ্জামান ও পাম্প হাউস প্রহরী রিপন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারী সাগর হোসেন, সাদিউল ইসলাম বাবু ও লিমন হোসেনকে দায়িত্ব থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
পৌরসভার দেওয়া এক নোটিশে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ঝিনাইদহ পৌরসভার পানি সরবরাহ শাখায় শফিউদ্দীন শফি নামে একজন সেবাগ্রহীতা অভিযোগ নিয়ে আসেন। কিন্তু সেবাগ্রহীতার সমস্যার সমাধান না করে তার ওপর চড়াও হন এবং মারধর করে রক্তাক্ত জখম করেন। ওই ঘটনায় পৌরসভা থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হলে কমিটি বিষয়টি যাচাই শেষে উল্লিখিত ছয় ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রমাণ পায় এবং উল্লিখিত সিদ্ধান্ত গ্রহণ করে।
ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্রাথ রায় বলেন, সেবাগ্রহীতার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়।
তিনি আরও বলেন, কেউ অপরাধ করলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
আব্দুল্লাহ আল মামুন/এএমকে