ফেনীতে পৃথক অভিযানে ৪০ মামলা, ৮৩ হাজার টাকা জরিমানা

ফেনীতে পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার তদারকি ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৪০ মামলায় ৮৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৪ মার্চ) দিনব্যাপী জেলাজুড়ে ১১টি পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফেনী শহরের পৌর হকার্স মার্কেটে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন, মহিপাল কাঁচা বাজারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ, মাহবুবা মুনমুন ও শামীমা আক্তার ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। এ ছাড়া যানজট নিরসনে পৌর হকার্স মার্কেটে ফুটপাত দখলমুক্ত ও অবৈধ দোকান উচ্ছেদ করেন সহকারী কমিশনার সৌভিক রায় ও মজিবুর রহমান।
আরও পড়ুন
সূত্র আরও জানায়, বাজার নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে এদিন উপজেলা পর্যায়েও অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ফেনী সদর উপজেলার ধলিয়া ও হাজীর বাজারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরীন কান্তা, ফুলগাজী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া, ছাগলনাইয়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা, দাগনভূঞা বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল আলম ও সোনাগাজী উপজেলার কাজীরহাট ও মঙ্গলকান্দি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান অভিযান পরিচালনা করেন। দিনব্যাপী এসব অভিযানে বিভিন্ন অভিযোগে ৪০ মামলায় ৮৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরীন কান্তা বলেন, রমজানে বাজারদর স্বাভাবিক রাখতে ও মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তারেক চৌধুরী/এএমকে