ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচজনকে জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের বহন করা প্রাইভেটকার তল্লাশি করে একটি চাইনিজ কুড়াল, চাপাতি, দুইটি স্টিলের পাইপ, একটি চাকু, ছুরি ও দুইটি লোহার কাটার হ্যাকসো ব্লেড জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকার আবুল খায়েরের ছেলে জামান (৪২), একই এলাকার রবিউল হকের ছেলে সুলাইমান (৩৮), বদিউজ্জামানের ছেলে লোকমান হোসেন (৩০), শাহজাহানের ছেলে নাহিদ (২৫) ও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চররসিত গ্রামের মোশারফ হোসেনের ছেলে ইলিয়াস (২৬)।
আরও পড়ুন
সোমবার (১০ মার্চ) দুপুরে ফেনীর মহিপাল হাইওয়ে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাইওয়ে পুলিশ কুমিল্লার রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম।
পুলিশ সুপার বলেন, রোববার (১০ মার্চ) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে টহলরত ছিলেন ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা। রাত দেড়টার দিকে মহাসড়কের নজির আহাম্মদ ব্রিকস ফিল্ডের সামনে ঢাকামুখী লেনে একটি প্রাইভেটকারের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে পুলিশের সন্দেহ হয়। একপর্যায়ে তাদের ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। পরে সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার খাইরুল আলম বলেন, আটকদের মধ্যে ইলিয়াসের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম ও চট্টগ্রামের মিরসরাই থানায় ডাকাতি মামলা, জামানের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম থানায় একটি ডাকাতির মামলা, সীতাকুণ্ড থানায় একটি অস্ত্র মামলার তথ্য সিডিএমএসে পাওয়া গেছে। পরে তাদের বিরুদ্ধে মামলা করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ সময় হাইওয়ে থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তারেক চৌধুরী/এমএসএ