নির্দিষ্ট তারিখ ঘোষণা করে সেই তারিখেই নির্বাচন দিতে হবে : দুলু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অন্তর্বর্তী সরকারের অনেকে বলেন ডিসেম্বরে ভোট, কেউ বলেন জানুয়ারিতে ভোট, আবার কেউ বলেন সংস্কার না হলে নির্বাচন হবে না। আমরা বলে দিতে চাই— নির্দিষ্ট তারিখ ঘোষণা করে সেই তারিখেই নির্বাচন দিতে হবে। অন্তত মানুষ আশ্বস্ত হোক অমুক তারিখে ভোট হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের জন্য আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। নিরপেক্ষ নির্বাচনের আন্দোলন করে বহু সন্তান এতিম হয়েছে, বহু মায়ের কোল খালি হয়েছে। তাই দ্রুত সময়ের ভেতরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।
বুধবার (১২ মার্চ) বিকেলে নাটোর সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি শাহীন আলম শাহীনের স্মরণসভা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে না। বিগত কয়েক দিনে দেশে ধর্ষণ বেড়ে গেছে। নারীদের সুরক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া তাদের শাসনামলে ধর্ষণের বিষয়ে দেশে কঠিন আইন প্রণয়ন করেন। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ধর্ষকদের বিরুদ্ধে আরও কঠোর আইন ও তা বাস্তবায়নের ব্যবস্থা করবে। দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণ মামলার রায় প্রদানের কার্যকরী ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। যেকোনোভাবে হোক তারা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা যেকোনো মূল্যে দেশে অরাজকতা সৃষ্টি করে এ সরকারকে ব্যর্থ প্রমাণ করে পতিত আওয়ামী ফ্যাসীবাদী লোকজনকে দেশে ফিরিয়ে আনতে ও জাতীয় নির্বাচনে তাদের সুযোগ করে দেওয়ার অপচেষ্টা অব্যাহত রেখেছে। এ জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য বলেন, গত ১৫ বছরে অবৈধ এমপি-চেয়ারম্যানরা নাটোরকে পিছিয়ে দিয়েছে। আগামী দিনে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে এক বছরের মধ্যে এই ক্ষতি পূরণ করা হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।
গোলাম রাব্বানী/এমজেইউ