৩১ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

পাবনায় র্যাবের বিশেষ অভিযানে ৩১ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— লালমনিরহাট জুম্মাপাড়ার মৃত আমির আহমদের ছেলে হাসান আলী (৩৪), পাবনার দক্ষিণ রামচন্দ্রপুরের আফজাল মোল্লার ছেলে লিটন হোসেন (৩৮), হামিদপুরের (গাঙপাড়া) মৃত আলিম উদ্দিনের ছেলে হামিদ (৪০) এবং গাড়িচালক নাটোরের লালপুরের নুর হোসেনের ছেলে শিমুল (৩২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট স্থাপন করে ৩১ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ চারজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাবের অফিসে নিয়ে আসা হয়।
র্যাবের পাবনা অঞ্চলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল ইসলাম তরফদার বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল তারা। তাদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মামলা করা হয়েছে।
এমএসআর