লালমনিরহাটে খামারবাড়ি গুদামে আগুন

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের খামারবাড়ির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে শহরের মজিদা খাতুন কলেজ গেটের খামারবাড়ি গুদামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালকের কার্যালয় সংলগ্ন খামারবাড়ি গুদামে বিকেল সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
লালমনিরহাট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, স্থানীয়দের খবরে পুলিশ গিয়ে ফায়ার সার্ভিসকে সহায়তা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের বরাত দিয়ে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শামীম আশরাফ বলেন, সরকারি মিটিংয়ে অংশ নিতে আমি ঠাকুরগাঁওয়ে আছি। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
এমএসআর