দোকান থেকে বাড়ি ফেরা হলো না জীবনের

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ধাক্কায় জীবন (৬৫) নামে এক মুদি দোকানদারের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ মে) রাত ৯টার দিকে মতলব-বাবুরহাট আঞ্চলিক মহাসড়কের বরদীয়া আড়ং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জীবন দালাল উপজেলার মোবারকদী গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে জীবন দোকান বন্ধ করে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে বেপরোয়া গতির একটি সিএনজি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে রয়েছে। সিএনজিটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আনোয়ারুল হক/এমএসএ