চুয়াডাঙ্গায় গণপূর্ত অফিসের গাছ কাটায় চার কর্মচারীকে শোকজ

চুয়াডাঙ্গায় টেন্ডার ছাড়াই গণপূর্ত বিভাগের কোয়ার্টারের সামনের একটি বাবলা গাছ কাটার অভিযোগে জড়িত চার কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
রোববার সকালে স্টাফ কোয়ার্টারের সামনে থাকা বাবলা গাছ কাটা হয়। এরপর দুপুরে তাদের শোকজ করা হয়। অভিযুক্তরা বলছেন, গাছ কাটার বিষয়টি কর্তৃপক্ষকে আগেই মৌখিকভাবেই অবগত করা হয়েছিল। তবে কর্তৃপক্ষ বলছে, এটা মৌখিক বিষয় নয়। এ বিষয়ে তারা অবগতও নয়। টেন্ডার ছাড়া গাছ কাটা যায় না।
আরও পড়ুন
চুয়াডাঙ্গা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহসিন ঢাকা পোস্টকে বলেন, আমি বিষয়টি জেনেছি। আমরা গাছ কাটার বিষয়ে অবগত ছিলাম না। তারা গাছ কেটে বাইরে স’মিলে নিয়ে গিয়েছিল। আবার নিয়ে এসেছে। এ ঘটনায় চারজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
আফজালুল হক/এনএফ