জামালপুর রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের প্রমাণ

জামালপুরে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের টিকিট কালোবাজারি রোধে রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৮ মে) দুপুরে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জামালপুর দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম ও উপ-সহকারী পরিচালক আতিউর রহমান।
জানা গেছে, অভিযান চলাকালে স্টেশন মাস্টারের অফিস কক্ষ, টিকিট কাউন্টার, যাত্রী বিশ্রামাগার, রেলওয়ে থানা ও পার্সেল বুকিং রুমসহ পুরো স্টেশন এলাকা পর্যবেক্ষণ করেন দুদকের কমকর্তারা। দুদকের অভিযানের ফলে জামালপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকা অন্যান্য দিনের তুলনায় অনেকটা ফাঁকা দেখা গেছে।
জামালপুর দুদকের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে। জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে অভিযান পরিচালনা করে পার্সেল বুকিংয়ের জন্য অতিরিক্ত ভাড়া নেওয়ার ক্ষেত্রে অনিয়মের প্রমাণ মিলেছে। এছাড়াও স্টেশনে যাত্রীদের বসার নোংরা চেয়ার, ওয়াশ রুম অপরিষ্কারসহ নানা অনিয়ম পাওয়া গেছে। বিস্তারিত তথ্য প্রতিবেদন আকারে কমিশন বরাবর পাঠানো হবে।
মুত্তাছিম বিল্লাহ/আরএআর