ইমো হ্যাকার চক্রের ৫ সদস্য আটক, মিলল কণ্ঠ পরিবর্তনের ডিভাইস

নাটোরের লালপুর থেকে মোবাইল অ্যাপ ইমো হ্যাকার চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (২৮ মে) ভোরে উপজেলার বিলমাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ওই এলাকার মো. বায়েজিদ, লতিফ, রাজু, সোহান ও শান্ত।
সেনাবাহিনী সূত্র জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরেই ইমোসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যাক করে মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিল। তাদের প্রধান লক্ষ্য ছিল প্রবাসীরা। প্রবাসীদের কাছ থেকে ছল-চাতুরী করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে এই চক্র। এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালপুর উপজেলার বিলমাড়িয়ার পানশি এলাকার একাধিক বাসায় অভিযান চালিয়ে হ্যাকারদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ৭০টির অধিক সিম, ২২টি মোবাইল ফোন, ৪০ পিস ইয়াবা, গাঁজাসহ কণ্ঠ পরিবর্তন করার ডিভাইস পাওয়া যায়। পরবর্তীতে তাদের থানায় সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঢাকা পোস্ট'কে বলেন, হ্যাকার চক্রের সদস্যদের থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। আটককৃতদের কাছে মাদকও পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
গোলাম রাব্বানী/এমজে