ধরলা নদীতে বড়শিতে ধরা পড়ল ৭ কেজির চিতল

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে এক মৎস্য শিকারির বড়শিতে ধরা পড়ল সাত কেজি ওজনের চিতল মাছ।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম সাহেব বাজার এলাকায় এই মাছটি জেলে তোফাজ্জল পোদ্দারের (৬৩) বড়শিতে ধরা পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে শত শত উৎসুক জনতা নদী পাড়ে ভিড় জমায়।
তোফাজ্জল পোদ্দার বলেন, শখের বসে সাহেব বাজার এলাকায় ধরলা নদীতে দুটি বড়শির ছিপ পাতেন তিনি। বিকেলের দিকে সাত কেজি ওজনের এই মাছটি বড়শিতে আটকে যায়।
আরও পড়ুন
প্রত্যক্ষদর্শী মাহফুজার রহমান, জাহাঙ্গীর আলম, আবুল হোসেনসহ অনেকেই বলেন, তোফাজ্জল মাছ ব্যবসায়ী নন। তিনি মাছটি বিক্রি করবেন না বলে জানিয়ে দেন। কিন্তু স্থানীয় লোকজনের জোরাজুরিতে পরে মাছটি ৯ হাজার টাকায় বিক্রি করলেও তিনি একভাগ নিজে খাওয়ার জন্য রেখে দেন।
সাহেববাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তহিদুল হক পোদ্দার বলেন, শখের বসে বড়শি নিয়ে গিয়ে তোফাজ্জল বড় একটি চিতল মাছ শিকার করেছেন। মাছটি দেখতে শত শত মানুষ ভিড় জমায়।
মমিনুল ইসলাম বাবু/এএমকে