বাড়ির পাশে পুকুরে ডুবে শিশু নিহত

নড়াইলে বাড়ির কাছে একটি পরিত্যক্ত পুকুরে ডুবে আয়েশা খানম (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বেলা ১১টার দিকে ঝিকড়া গ্রামে এ ঘটনা ঘটে। আয়েশা ঝিকরা গ্রামের আবির তাজ ইমনের মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ঝিকরা গ্রামে শিশু কন্যা আয়েশার বাবা মা চিকিৎসার জন্য লোহাগড়া হাসপাতালে যান। যাওয়ার আগে তারা আয়েশাকে দাদা-দাদির কাছে রেখে যান। দাদা-দাদি যার যার কাজ করছিলেন। উঠানে খেলেছিলেন শিশু কন্যা আয়েশা। কিছু সময় পর দাদা দাদি দেখেন আয়েশা উঠানে নেই। এরপর আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে উঠানের পাশের পরিত্যক্ত একটি পুকুর থেকে অচেতন অবস্থায় ওই শিশুকে পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষীপাশা ইউনিয়নের ১,২,৩ নং সংরক্ষিত ইউপি সদস্য চায়না বেগম বলেন, সকালে শিশুটি খেলতে খেলতে পুকুর পাড়ে চলে যায়। পুকুরের পানিতে ডুবে গেলে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি সকালে মারা গেছে। তারা পুলিশকে বিষয়টি জানায়নি।
এমএএস