নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে বোনের মৃত্যু, ভাই নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নাগর নদীতে গোসল করতে নেমে সাদিয়া (১১) নামে এক শিশু নিহত হয়েছে। সাদ্দাম (৬) নামে আরেক শিশু নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ওই উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকহাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তারা রংপুর সদর উপজেলার জলচকর গ্রামের আমিনুল ইসলামের সন্তান।
রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল।
তিনি বলেন, বাবা-মায়ের সাথে ঈদে নানা বাড়িতে আসে দুই ভাই-বোন। কয়েকজন মিলে দুপুরে নদীতে গোসল করতে যায়। এক পাশ থেকে আরেক পাশে সাঁতরে যাওয়ার সময় নিখোঁজ হয় তারা। কিছুক্ষণ পর বোনকে উদ্ধার করা হলেও ভাই এখনো নিখোঁজ রয়েছে।
রেদওয়ান মিলন/এমএএস