দেশীয় অস্ত্র ও সেনাবাহিনীর পোশাকসহ দুই ভিসা প্রতারক আটক

নীলফামারীর সৈয়দপুরে সোহেল রানা (৩০) নামে ভিসা প্রতারক চক্রের এক সদস্যকে দেশীয় অস্ত্র ও সেনাবাহিনীর পোশাকসহ আটক করেছে যৌথ বাহিনী। এ সময় রকি নামে তার এক সহযোগী পালানোর চেষ্টা করলে তাকেও আটক করা হয়।
মঙ্গলবার (১৭ জুন) উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী হাজীপাড়া গ্রামে মোনাফ আলী সরকারের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
সোহেল রানা নীলফামারী সদর উপজেলার সোনারায় সংগলশী ইউনিয়নের বেড়াকুটি গ্রামের মাঝা পাড়ার আখতারুজ্জামান বাবুর ছেলে। তার বিরুদ্ধে ভিসা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
আরও পড়ুন
পুলিশ জানায়, যৌথ বাহিনীর অভিযানে মোনাফ আলির বাড়ি থেকে দুটি বড় সাইজের ছোরা, দুটি চাকু, সেনাবাহিনীর ইউনিফর্ম তৈরির আনুমানিক ১০ গজ কাপড়, একটি ল্যাপটপ, ১৩টি অ্যান্ড্রয়েড ও চারটি বাটন ফোন, ১০টি সিম, দুটি পাসপোর্ট ও ফাঁকা নন-জুডিশিয়াল ৯টি স্ট্যাম্পসহ তাকে আটক করা হয়। এছাড়া সোহেল রানার ব্যবহৃত লাইসেন্সবিহীন কালো রঙের সুজুকি আরওয়ানফাইভ মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, আটক দুই ভিসা প্রতারক গরিব ও নিরীহ মানুষের কাছ থেকে ভিসা দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিতেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
শরিফুল ইসলাম/এএমকে