বিএনপির কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

উপজেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ মামলায় যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলু কুমার সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে খাজুরার ভাটার আমতলায় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ডিসেম্বর মাসে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাঘারপাড়া থানায় মামলা করেন। এতে উপজেলা আওয়ামী লীগের ৩০৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলার তদন্তে সন্দেহভাজন আসামি চেয়ারম্যান বাবলু কুমার সাহার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানায় পুলিশ। এরপর শুক্রবার সকালে নারিকেলবাড়িয়া বাজারে চেয়ারম্যানের বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান, চেয়ারম্যান বাবলু কুমার সাহাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরএআর