নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী সাভার থেকে উদ্ধার

এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে সাভার থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (২৯ জুন) রাতে র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি ঢাকা পোস্টকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।
এর আগে রোববার সকালে মাহিরা বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে মিরপুর কলেজ সেন্টারে একাই এইচএসসি পরীক্ষা দিতে যান। তবে দুপুর ১টায় পরীক্ষা শেষ হলেও মাহিরা আর বাসায় ফেরেননি। পরে মাহিরার পরিবার তার নিখোঁজ হওয়ার বিষয়টি রাজধানীর ভাটারা থানায় জানায় এবং একটি সাধারণ ডায়রি (জিডি) করে।

এরপর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিখোঁজ ওই শিক্ষার্থীকে উদ্ধারে তদন্তে নামে।
লোটন আচার্য্য/আরএআর