মুরাদনগরের ভিডিও ছড়ানোর ঘটনায় মূলহোতা শাহপরান গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূলহোতা শাহপরানকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তিনি ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীর ছোট ভাই।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৯টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ও মুরাদনগর থানার উপপরিদর্শক রুহুল আমিন ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান পরিচালনা করে র্যাব শাহপরানকে গ্রেপ্তার করেছে। ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়টি তদন্তে উঠে এসেছে। তাকে গ্রেপ্তারের বিষয়টি র্যাব জানিয়েছে। থানায় হস্তান্তর করলে তাকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হবে।
আরও পড়ুন
এর আগে দুপুরে এ মামলায় গ্রেপ্তার চার আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন– জাফর আলীর ছেলে রমজান, আব্দুল হান্নানের ছেলে মোহাম্মদ আলী সুমন, মো. আলমের ছেলে মো. আরিফ ও তালেম হোসেনের ছেলে মো. অনিক।
প্রসঙ্গত, গত ২৬ জুন কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসা এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ ওঠে ফজর আলী নামে (৩৮) এক যুবকের বিরুদ্ধে। তাদের মারধর করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। গত ২৭ জুন বিকেলে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেন। পরে অভিযান চালিয়ে ভিডিও ভাইরাল করার দায়ে চারজনকে এবং ঘটনার মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
তারেক চৌধুরী/এসএসএইচ